অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে হাফিজ ব্যাটিংয়ে এবি

অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে হাফিজ ব্যাটিংয়ে এবি

শেয়ার করুন

hafeez abস্পোর্টস ডেস্ক:

সাকিবকে টপকে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ হাফিজ। ব্যাটিংয়ে শীর্ষে আছেন দক্ষিন আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করায় ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন মোহাম্মদ হাফিজ।

পক্ষান্তরে দক্ষিণ আফ্রিকা সফরে হতাশাজনক পারফররম্যান্সের কারনে শীর্ষ স্থান হারিয়ে, ৩৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে এসেছেন সাকিব আল হাসান। তবে বোলারদের র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে তার। এদিকে টাইগারদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৭৬ রানের ঝড় ইনিংস খেলে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ স্থান দখল করেছে এবি ডি ভিলিয়ার্স।

তারপরেই আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ৭৪৩ পয়েন্ট নিয়ে ১ নম্বরে উঠে এসেছেন হাসান আলি। আর ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পেয়েছেন ব্যাটসম্যান বাবর আজম। ২ ধাপ এগিয়ে তিনি রয়েছেন চতুর্থ নম্বরে।