অপহরণের ৩০ দিনেও খোঁজ মেলেনি আফসানার

অপহরণের ৩০ দিনেও খোঁজ মেলেনি আফসানার

শেয়ার করুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর থানার রামপাল ইউনিয়নের রামপাল উচ্চবিদ্যালয় থেকে আফসানা আক্তার (১৫) নামের দশম শ্রেণীর ছাত্রী ১ মাস যাবৎ নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

PHOTO MUNSHIGANJ 18-08-16এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় নারী ও শিশু দমন ও অপহরণ  আইনে মামলা হলেও খোঁজ মিলেনি এখনো। তবে এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য চলতি বছরে ১৩ জুলাই সকাল সাড়ে ৯ টার দিকে রামপাল উচ্চবিদ্যালয়ে পরিক্ষা দিতে গিয়ে আর ফিরে আসেনি আফসানা। পরবর্তী অনেক খোজাঁখুজির এক পর্যায়ে জানাজায় কাউসার (২০) নামের এক যুবকসহ আরও ২/৩ জন মিলে আফসানাকে অপহরণ করে নিয়ে যায়। কাউসার টংঙ্গীবাড়ি থানার খোলাগাওঁ গ্রামের মালেক শেখ এর ছোট ছেলে।

এ বিষয়ে মেয়ের বাবা মো. আজিজুল হক ১৬ জুলাই বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় ৩ জনের নামে নারী ও শিশু দমন ও অপহরণ মামলা দায়ের করেন।

আজিজুল হক জানান, অপহরণকারীদের বাড়িতে গিয়ে দেখা যায় কাউসারসহ পরিবারের সকল সদস্য বাড়ি থেকে পালিয়ে গেছে।

এ ব্যাপারে হাতিমারা পুলিশ ফাড়িঁর মামলা তদন্ত অফিসার এসআই ইমরুল হাসান জানান, এই মামলার ৩নং আসামিকে গ্রেপ্তার কবরা হয়েছে। অপর দুই আসামিসহ ভিকটিমকে উদ্ধারের তৎপরাতা চলছে।