সিরাজগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে র্্যাবের অভিযান, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

সিরাজগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে র্্যাবের অভিযান, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

শেয়ার করুন

Sirajganj

।। সিরাজগঞ্জ প্রতিনিধি ।।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কেয়া হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে খাইরুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে দুই মাসের কারাদন্ড ও মালিক শাহাদত হোসেনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার রাতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জেল ও জরিমানা করে র‌্যাব-১২ সিরাজগঞ্জের একটি টিম।

সোমবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, উল্লাপাড়ায় অবস্থিত কেয়া হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের ভুয়া চিকিৎসক খাইরুল ইসলাম চিকিৎসক পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক খাইরুল ইসলাম ও মালিক শাহাদত হোসেনকে আটক করা হয়। পরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুয়া চিকিৎসক খাইরুল ইসলামকে দুই মাসের কারাদন্ড দেন। এসময় মালিক শাহাদত হোসেনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কে এম আহসানুল হক, র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।