শীতের সবজিতে সয়লাব মহাস্থানহাট

শীতের সবজিতে সয়লাব মহাস্থানহাট

শেয়ার করুন

bazar520151023075115বগুড়া প্রতিনিধি:

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সবজির বাজার মহাস্থানহাটে নামতে শুরু করেছে আগাম শীতের সবজি। তবে সব ধরনের সবজির দামই হাতের নাগালের বাইরে।

বগুড়াকে বলা হয় দেশের শস্য ভান্ডার। কিন্তু এবছর অসময়ে অতিবৃষ্টি এবং তীব্র তাপমাত্রায় অন্য বছরের চেয়ে উৎপাদন অনেক কম। তাই মূল্য বেশি হলেও কৃষকের তৃপ্তির হাসি নেই। তারা বলছেন, উৎপাদন বেশি হলে দাম একটু কম পেলেও পুষিয়ে নেয়া যায়।

পাইকারী ক্রেতারা জানান, চাহিদা মোতাবেক তারা সবজি কিনতে পারছেন না। যেটুকু কিনছেন তার ওপরও রয়েছে পথে নানা হয়রানি।এসময় যে পরিমাণ সবজি ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে যাবার কথা তা যাচ্ছেনা বলে জানালেন মহাস্থানহাটের ইজারাদার।

কৃষিবিদ আব্দুর রহিম জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিকুল আবহাওয়াকেই দায়ী করলেন।