পরাজয়ের জন্য এফবিআই দায়ী: হিলারি

পরাজয়ের জন্য এফবিআই দায়ী: হিলারি

শেয়ার করুন

clinton-masterবিশ্ব সংবাদ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয়ের জন্য এফবিআই’র পরিচালক জেমস কোমে-কে দায়ী করেছেন হিলারি ক্লিনটন।

ডেমোক্রেট দলের শীর্ষ ডোনারদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন হিলারি ক্লিনটন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের মাত্র ১০দিন বাকি থাকতে গত ২৮ অক্টোবর হিলারির বিরুদ্ধে নতুন করে ই-মেইল তদন্তের ঘোষণা দেন, এফবিআই’র পরিচালক জেমস কোমে।

ওই ঘোষণার পর, হিলারির জনপ্রিয়তা কমতে শুরু করে। হিলারির প্রচারণা শিবির থেকে এফবিআই’র কাছ থেকে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়। নির্বাচনের মাত্র দু’দিন আগে এফবিআই’র পক্ষ থেকে নতুন তদন্তের বিষয়ে মন্তব্য করা হয়। এতে বলা হয়, হিলারির বিরুদ্ধে অনিয়ম পাওয়া যায়নি। তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হবে না।

এরপর নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যাওয়ায়, এফবিআই’র ওই পদক্ষেপের বিষয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। ডোনারদের অনুষ্ঠানে প্রথমবারের মতো পরাজয়ের কারণ হিসেবে এফবিআইকে দায়ি করেন হিলারি।