রাম রহিমের সাজা ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতা করলেই গুলি

রাম রহিমের সাজা ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতা করলেই গুলি

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের রায় ঘোষণাকে কেন্দ্র করে রোহতকে তিন স্তরের নিরাপত্তা বন্দোবস্ত করা হলেও জেল চত্বরের নিরাপত্তা হবে আরও কড়াকড়ি। হিন্দুস্থান টাইমস জানায়, সহিংসতার চেষ্টা হলে দুর্বৃত্তদের গুলি করে হত্যার হুমকি দিয়েছে পুলিশ।

হরিয়ানার পাঁচকুলা, সিরসা শহরসহ পুরো রাজ্য ও পাঞ্জাবে সংঘটিত তাণ্ডবের কারণেই রোহতকের জেলে বিশেষ কারাগার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় হরিয়ানা প্রশাসন। জেলের ভেতরে  স্থাপন করা অস্থায়ী এজলাসে রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা করবেন বিচারক জগদীপ সিং।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে,  স্থানীয় সময় আজ দুপুর আড়াইটায় আদালত বসবে। সাজা হিসেবে ৭ বছর থেকে শুরু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিতেও পারে আদালত। রোহতকের ডেপু্টি পুলিশ কমিশনার জানান, ৫ স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে রোহতকের কারাগার চত্বর।

হরিয়ানা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৯ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত সব মোবাইল নেটওয়ার্কও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।