মানবতাবিরোধী অপরাধে চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধে চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার খলিলুর রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসাথে পলাতক খলিলুর রহমানকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।

এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। অভিযুক্তরা হলেন- নেত্রকোনার দুর্গাপূর থানার নোয়াগাঁও ইউনিয়নের খলিলুর রহমান, তার ভাই আজিজুর রহমান, একই থানার আলমপুর ইউনিয়নের আশক আলী এবং জানিরগাঁও ইউনিয়নের মো. শাহনেওয়াজ। খলিলুর রহমান ছাড়া গ্রেপ্তার রয়েছে বাকীরা।

গত ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনায় এই চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে নেত্রকোনায় গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।