মাদারীপুরে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ২০

মাদারীপুরে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত ২০

শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝিতে স্থগিত হওয়া ইউপি নির্বাচন নিয়ে বিরোধে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এ সময় ৩০টি ঘর-বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটমাঝি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট বাবুল হাওলাদারের লোকজনের সাথে মন্টারপোল এলাকায় স্বতন্ত্র প্রার্থী বাদল ফকিরের সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এরই জের ধরে বাবুল হাওলাদারের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায় বাদল ফকিরের সমর্থকদের উপর। এতে আহত হয় অন্তত ২০ জন। এ সময় তারা ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ও ২০টি বাড়িতে ভাংচুর।

খবর পেয়ে মাদারীপুরের পুলিশ ও র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

এদিকে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনেক আশঙ্কাজনক অবস্থা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়নের ৩টি কেন্দ্র ভোট কারচুপির অভিযোগে নির্বাচন স্থগিত করে প্রশাসন।