হাওরে দুর্যোগের সময় কর্মকতাদের বিদেশে থাকার সমালোচনায় ফখরুল

হাওরে দুর্যোগের সময় কর্মকতাদের বিদেশে থাকার সমালোচনায় ফখরুল

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

হাওরে দুর্যোগের সময় সংশ্লিষ্ট কর্মকতাদের বিদেশে থাকার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এ ঘটনা প্রমাণ করে দেশে সুশাসন নেই।

দুপুরে বারডেম হাসপাতালে বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। দুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর আরও আগেই যাওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, পহেলা মে সমাবেশের অনুমতি না পাওয়াতে আবারো প্রমাণ হয়, দেশে গণতন্ত্র নেই। তবে ২ অথবা ৩রা মে সমাবেশের অনুমতি পাওয়ার আশা করেন তিনি।