বিশ্ব ব্যাংকের সাথে সম্পর্কের বরফ গলছে: ওবায়দুল কাদের

বিশ্ব ব্যাংকের সাথে সম্পর্কের বরফ গলছে: ওবায়দুল কাদের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্কের শীথিলতা দ্রুতই কেটে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের এমনটাই জানান ওবায়দুল কাদের।

রোববার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে সংস্থাটির ভারপ্রাপ্ত স্থায়ী পরিচালক রাজশ্রী পালংকার। বৈঠক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত, বাস-র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের অর্থায়নের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্প গ্রহনের সময় বিশ্বব্যাংকের আগ্রহ থাকলেও, পরে এ বিষয়ে আর আগ্রহ দেখায়নি বৈশ্বিক এ সংস্থাটি। এ প্রকল্পের প্রথম ধাপে, বিশ্বব্যাংক ২৫ কোটি ডলারের বিনিয়োগ করতে পারে বলেও জানান তিনি।