‘পলাতক আসামীদের ধরতে পুলিশ মনোযোগী না’

‘পলাতক আসামীদের ধরতে পুলিশ মনোযোগী না’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মানবতাবিরাধী অপরাধ মামলায় পলাতক আসামিদের ধরতে পুলিশ মনোযোগী না। এমন অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক আব্দুল হান্নান খান। শেরপুর এবং নড়াইলের ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার সকালে সংস্থার ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, শেরপুরের নকলা এলাকায় মানবতাবিরোধী অপরাধের প্রমান মিলেছে ৪ জনের বিরুদ্ধে। এরমধ্যে ৩ জন আটক, একজন পলাতক।

এছাড়া নড়াইল সদর, কালিয়া এবং লোহাগড়া এলাকায় মানবতাবিরোধী অপরাধের প্রমান মিলেছে আরও ১২ জনের বিরুদ্ধে। যার মধ্যে ৭ জনই পলাতক। এ দুটি ঘটনায় ৫১ ও ৫২ তম তদন্ত প্রতিবেদন চূাড়ন্ত করেছে তদন্ত সংস্থা।

এ পর্যন্ত দেওয়া ৫২ টি প্রতিবেদনে ২৫১ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। ২৮ টি মামলার রায়ে ট্রাইব্যুনালে দোষী প্রমানিত হয়েছে ৫৭ জন। এদের মধ্যে পালিয়ে রয়েছেন ২৪ জনই। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে উঠে আসে পলাতক আসামিদের প্রসঙ্গ। তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খান আক্ষেপ নিয়েই জানালেন, এরকম অপরাধে পালিয়ে থাকা আসামি ধরার ক্ষেত্রে সাফল্য নেই পুলিশের।

এদিকে, বিএনপি  আমলের সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত এখনও চলছে বলে জানান তদন্ত সংস্থার প্রধান। তিনি বলেন অনুসন্ধান চলছে কথিত ধনকুবের মুসা বিন শমসের এর অভিযোগ নিয়েও।