জঙ্গীবাদ সরকারেরই সৃষ্টি: বিএনপি

জঙ্গীবাদ সরকারেরই সৃষ্টি: বিএনপি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জঙ্গীবাদ সরকারেরই সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতেই একের পর এক জঙ্গী ইস্যু তৈরী করছে। দেশের মানুষকে অন্ধকারে রেখে ভারতের সঙ্গে কোন প্রতিরক্ষা চুক্তি চলবে না বলেও মন্তব্য করেন তারা।

দুপুরে সেগুনবাগিচায় স্বাধীনতা হলে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জঙ্গিবাদ নিয়ে ভয়ংকর খেলায় মেতেছে। এটি আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে বড় সমস্যা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ ঠেকানো না গেলে এ দেশ সিরিয়ার মতো হবে।

বিকেলে, জাতীয় প্রেসক্লাবে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের অধিকার শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ হোসেন বলেন: প্রতিবেশি দেশি হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সবসময় সুসম্পর্ক প্রয়োজন।

তিস্তার পানি চুক্তিই এখন সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করে তিনি বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি না করতে ভারতের প্রতি আহবান জানান। আবারো একটি ৫ জানুয়ারির মতো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুশিয়ারি করেন বিএনপির এই নেতা।