পেপ্যাল চালুর অনুমতি পেল সোনালী ব্যাংক

পেপ্যাল চালুর অনুমতি পেল সোনালী ব্যাংক

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সোনালী ব্যাংককে পেপ্যালের প্রতিষ্ঠান জুমের সঙ্গে কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এখনো পেপ্যালের অনুমোদন পায়নি সোনালী ব্যাংককে। এরমাধ্যমে পেপ্যাল কার্যক্রমের শুরুতে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

সাধারনত বিশ্বের ফ্রি-ল্যান্স্যারা আউটসোর্সিংএর মাধ্যমে অর্জিত আয় নিজস্ব ব্যাংকের একাউন্টের মাধ্যমে ব্যবহার করতে পারেন। তবে অন্য কোন মাধ্যমে দেশের ফ্রিল্যান্সাররা অনলাইন লেনদেন করে থাকেন।

তাই লেনদেন বৈধ ও সহযতর করতে দীর্ঘদিন ধরে দেশের ফ্রিল্যান্সাররা এই সুবিধা চেয়ে আসলেও, এতদিন বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের কারণে এর কার্যক্রম শুরু করা যায়নি। সোমবার বিশ্বব্যাপী অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যালের কার্যক্রম সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ অনুমতি দেয়।

এখন প্যাপলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরসহ প্রয়োজনীয় পদ্ধতিতে অগ্রসর হতে পারবে সোনালী ব্যাংক। পুরো কার্যক্রম চালু করা গেলে আউটসোর্সিংয়ের মাধ্যমে আরো বেশী রেমিটেন্স আয় ও তা প্রাপ্তি সহযতর হবে দেশের ফ্রিল্যান্সা।