‘আগামী নির্বাচনে সহায়ক সরকারের কোনো সুযোগ নেই’

‘আগামী নির্বাচনে সহায়ক সরকারের কোনো সুযোগ নেই’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বর্তমান সরকারই সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। যার প্রধান থাকবেন শেখ হাসিনা। এর অন্য বাইরে অন্য কিছুর হওয়ার সুযোগ নেই। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, বিএনপির উদ্দেশ্যে এমন সাফ কথা জানিয়ে দিলেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী তোফায়েল আহমেদ এবং ওবায়দুল কাদের।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস । সচিবালয়ে এখনো কাটেনি ঈদের আমেজ । যারা ছুটি শেষ করে অফিসে যোগ দিয়েছেন তারাও আছেন খোশ মেজাজে। প্রথম কর্মদিবসে সড়ক ও সেতু মন্ত্রনালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন মন্ত্রী । ঈদ যাত্রা অনেকটা নির্বিঘ্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।

বিএনপি’র পক্ষ থেকে সহায়ক সরকারের যে দাবি করা হচ্ছে তা সম্ভব নয় বলেও  জানান ওবায়দুল কাদের। অন্যদিকে, সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান,  ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি অংশ নিবে বলেও বিশ্বাস করেন তিনি।

এছাড়া, ঈদে দু-একটা পণ্য ছাড়া অন্য জিনিসপত্র সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে ছিল বলে দাবি করেন মন্ত্রী। জানান, চালের দামও শিগগিরই স্বাভাবিক হবে।