নাসিরনগরে সাম্প্রদায়িক হামলা বিচারবিভাগীয় তদন্তের দাবী বিএনপির

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলা বিচারবিভাগীয় তদন্তের দাবী বিএনপির

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর তাণ্ডবের ৬ দিনের মাথায় আবারো হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরসহ ৭টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক আরো বেড়ে গেছে।

আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকার পরও কিভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবী জানিয়েছে বিএনপি।

যখন সবাই ঘুমিয়ে, ঠিক তখনই শুক্রবার ভোর রাতে নাসিরনগর উপজেলা সদরের একটি দুর্গা মন্দিরসহ ৭টি বাড়ি ঘরে আগুন দেয় একদল দুর্বৃত্ত। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে রয়েছে গোলাঘর, রান্নাঘর এবং গোয়াল ঘর। আগুন টের পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু হলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

নাসিরনগরে নৃশংস হামলার এলাকা পরিদর্শন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একটি প্রতিনিধি দল। বিকেলে পরিদর্শন করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তারা বলেন, নাসিরনগরে ঘটনাটি পূর্বপরিকল্পিত। নতুন করে আগুন দেয়ার ঘটনা প্রশাসনের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছে। তারা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন।

অন্যদিকে বাড়ির ভেতর অগ্নিসংযোগের ঘটনা ঘটায় তা পুলিশের দৃষ্টিতে আসেনি বলে দাবি করেছে পুলিশ।