জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যমুনার পানি হ্রাস পেতে শুরু করায় জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে বন্যা পরিসি’তি অপরিবর্তিত রয়েছে। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি ৮ সেন্টিমিটার হ্রাস পেলেও এখনো বিপদসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এরই মধ্যে প্লঅবিত হয়েছে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, বকশীগঞ্জ ও সদর উপজেলার ৪৫টি ইউনিয়নসহ দুটি পৌরসভা। এসব এলাকায় পানিবন্দি রয়েছে ১ লাখ ৮০ হাজার মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে ধরলার পানি হ্রাস পেয়ে সেতু পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ১০ দিন ধরে পানিবন্দি থাকায় তীব্র খাদ্য সংকটে পড়েছেন বানভাসী মানুষ। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।রতনকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বাহুকা উচ্চ বিদ্যালয় ও রতনকান্দি ইউনিয়ন পরিষদসহ শতাধিক বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।