ওবামার স্বাস্থ্যসেবা বিলের সংশোধণ করবেন ট্রাম্প

ওবামার স্বাস্থ্যসেবা বিলের সংশোধণ করবেন ট্রাম্প

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নির্বাচনের আগে, ওবামা সরকারের যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা মুখর ছিলেন ডোনাল্ড ট্রাম্প তা হলো স্বাস্থ্যনীতি। তবে, এখন সুর অনেকটাই পাল্টে ফেলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।

শুক্রবার ওয়ালস্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্যসেবা বিলের দুটি মূলধারা অক্ষুন্ন রাখবেন। ওই অংশগুলো পছন্দ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

ধারা দুটি হলো, শর্তাধীনে বীমা করার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং পিতামাতার বীমায় সন্তানদের অন্তর্ভূক্ত করার অনুমতি থাকা। এছাড়া বাকি বিলের পুরো অংশ বাতিল বা সংশোধন করা হবে।

নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছিলেন, ক্ষমতায় গেলে ওবামার স্বাস্থ্যসেবা বিল বাতিল করবেন তিনি। কিন্তু বৃহস্পতিবার হোয়াইট হাউজে ওবামার সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে ট্রাম্প তার সিদ্ধান্তে বেশ পরিবর্তন এনেছেন বলে জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।