অর্থনীতিবিদদের দৃষ্টিতে প্রধানমন্ত্রীর ভারত সফর

অর্থনীতিবিদদের দৃষ্টিতে প্রধানমন্ত্রীর ভারত সফর

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সাড়ে ৫ বিলিয়ন বা ৫শ ৫০ কোটি ডলার। ভূ-রাজনীতির অংশ হিসেবে প্রতিবেশীর সাথে সেই ঘাটতি মেটাতে ২০১৫’তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে ২ বিলিয়ন বা ২ শ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাবদেয়। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে মিলল আরো সাড়ে ৪ বিলিয়ন বা ৪শ কোটি ডলারের আশ্বাস। কিভাবে দেখছেন দেশের অর্থনীতি বিশ্লেষকরা ?

প্রতিবেশী হলেও বাংলাদেশ-ভারতের মধ্যে, অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে টালবাহানা আর সীমান্তের উত্তেজনার পাশাপাশি দুদেশের বিশাল বাণিজ্য ঘাটতিও সমালোচিত ইস্যু। দু-দেশের বাণিজ্য ৬শ কোটি ডলারের হলেও বাংলাদেশ ভারতে ব্যবসা করে মাত্র ৫০ কোটি ডলারের। সম্পর্ক বাড়ানোর কৌশল হিসেবে, বাণিজ্য ঘাটতি কমাতে ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বাংলাদেশ সফরে, সহযোগিতা ও বাণিজ্য বিনিয়োগে ২২টি চুক্তি-সমঝোতা স্বারক সাক্ষর করে। যার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ আসার কথা ২শ কোটি ডলারের। যদিও এসব প্রকল্প-চুক্তির কার্যক্রমের গতি নিয়ে প্রশ্ন রয়েছে।

এবার মোদির আতিথেয়তায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভারতে। এবারো ঘোষনা এলো সহযোগিতা ও বিনিয়োগ প্রস্তাবের। অগ্রাধিকারমূলক প্রকল্পসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ২২টি চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্যে আরো সাড়ে ৪শ কোটি ডলারের সহায়তার ঘোষণা ভারতের। বিশ্লেষকরা বলছেন, দু-দেশের বিশাল বাণিজ্য ঘাটতি রাতারাতি কমবে না। তবে বরফ গলাতে কাজে আসবে এসব বিনিয়োগ প্রস্তাব। তবে বাস্তবায়নে তদারকি বাড়াতে হবে বহুগুন।একইসঙ্গে ভারতে বাজারে, বাংলাদেশের রপ্তানির বাড়াতে যেসব অশুল্ক বাধা রয়েছে তা কমাতে পারাটা হবে বড় চ্যালেঞ্