সড়ক পরিবহন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন

সড়ক পরিবহন আইনের খসড়ায় নীতিগত অনুমোদন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দুর্ঘটনার ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী দণ্ডবিধি প্রযোজ্য হওয়ার বিধান রেখে সড়ক পরিবহন আইন ২০১৭-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, খসড়া অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স পেতে হলে যে কোনো ব্যক্তিকে ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চলানোর ক্ষেত্রে ৬ মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে খসড়াটিতে।