সাজা পেলেও নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারবেন খালেদা: মওদুদ

সাজা পেলেও নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারবেন খালেদা: মওদুদ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মিথ্যা মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত হলেও উচ্চ আদালতে আপিল করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লেবার পার্টির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মওদুদ সরকারের প্রতি দাবি জানান, পিলখানা হত্যাকাল্ডে বিচার হলেও মুল ষড়যন্ত্রকারীদের সামনে আনতে হবে।

তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনলে নিহত ও তাদের পরিবারের সদস্যদের আত্মা শান্তি পাবে না। তিনি বলেন, বিএনপি সংলাপ আর সমঝোতা চাই, সরকার না মানলে কঠোর আন্দোলনের জন্য রাজপথে নামবে বিএনপি। ভবিষ্যতে দেশে একদলীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারী দেন মওদুদ আহমদ।

সকালে আরকে অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার মামলার বিষয়ে জাতির কাছে প্রকৃত তথ্যভিত্তিক বক্তব্য তুলে ধরতে জ্ঞানভিত্তিক রাজনীতিতে বুদ্ধিজীবী পেশাজীবী ও তরুণদের সম্পৃক্ত করতে হবে।