বিচার বিভাগকে ক্ষমতা দিলে অপরাধ প্রবণতা কমে যেতো: প্রধান বিচারপতি

বিচার বিভাগকে ক্ষমতা দিলে অপরাধ প্রবণতা কমে যেতো: প্রধান বিচারপতি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিচার বিভাগকে ঠিকমতো ক্ষমতা দিলে আজকের এই দুর্নীতি, সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধ প্রবণতা কমে যেতো বলে মনে করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অনলাইনে আবেদন ও নিবন্ধন সুবিধার উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সারা দেশে বিচারকদের ৩০৭-টি পদ খালি রয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, নিয়োগ বন্ধের কারণেই মামলা জটের সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সরকারি প্রশাসন থেকে সহযোগিতা করা হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি আরো বলেন : বিচার বিভাগে রাজনৈতিক চিন্তা-চেতনার প্রভাব পড়লে সরকারই ক্ষতিগ্রস্ত হবে।