জঙ্গীবাদের বিরূদ্ধে লড়তে আইপিইউ নেতাদের প্রতি আহবান রাষ্ট্রপতির

জঙ্গীবাদের বিরূদ্ধে লড়তে আইপিইউ নেতাদের প্রতি আহবান রাষ্ট্রপতির

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ, সামাজিক অসমতা, মানুষে মানুষে বৈষম্য, সংঘাতের বিরূদ্ধে একসঙ্গে লড়তে আইপিইউ নেতাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

ঢাকায় চলমান ১৩৬তম ইন্টারপার্লামেন্টরি ইউনিয়ন অ্যাসেম্বলীতে অংশ নেওয়া অতিথিদের সম্মানে সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত নৈশভোজে এ আহবান জানান তিনি, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

রাষ্ট্রপতি বলেন, জঙ্গীবাদ-চরমবাদ কেবল উন্নয়ন ও গণতন্ত্রের পরিপন্থী নয়, বরং সমগ্র মানব সভ্যতার জন্য বড় হুমকি। মানুষের কল্যাণের পথে যা যা বাধা, তা সরাতে সবাইকে এক হয়ে এবং পরিকল্পিতভাবে এগোতে হবে।

প্রত্যেকের জন্য পৃথিবীকে একটি নিরাপদ আবাস হিসেবে গড়ে তোলাও এভাবেই সম্ভব বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বৈশ্বিক জলবায়ু, দারিদ্র, নারীর ক্ষমতায়ন, ন্যায়প্রতিষ্ঠা এবং সাম্যের সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আইপিইউ সম্মেলনের উদ্দেশ্য ও এতে আলোচিত বিষয়গুলোর প্রশংসায় রাষ্ট্রপতি বলেন, এটি নি:সন্দেহে বিশ্বশান্তিতে ভূমিকা রাখবে।