রোহিঙ্গা সমস্যার কারণ ও সমাধানের প্রস্তাব জাতিসংঘে তুলবেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সমস্যার কারণ ও সমাধানের প্রস্তাব জাতিসংঘে তুলবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

f89eb5950ab06181f2415a57a4b7f92a-নিজস্ব প্রতিবেদক :

রোহিঙ্গা মুসলিম সমস্যার মূল কারন এবং তা সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে সুনিদ্রষ্ট প্রস্তাব জাতিসংঘের ৭২তম অধিবেশনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন। ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ পর্যায়ের বৈঠক ছাড়াও অনানুষ্ঠানিক বৈঠকেও অংশ নেবেন। রাখাইন রাজ্যের সমস্যা সমাধানে কফি আনান কমিশনের প্রস্তাবের বাস্তবায়ন দেখতে চায় বাংলাদেশ।

রোহিঙ্গা মুসলিম নিধন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিন্দাকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ।