রোববার শুনানি, হাজির না হলে খালেদার জামিন বাতিল

রোববার শুনানি, হাজির না হলে খালেদার জামিন বাতিল

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১৯ ডিসেম্বর বিশেষ জজ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিনে হাজির না হলে জামিন বাতিল করা হবে বলেও জানানো হয়েছে।

সকালে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার খালেদা জিয়ার আইনজীবীদের সময়ের আবেদন মঞ্জুর করে এ কথা বলেন। দিনটি ওই আদালতে খালেদার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য ধার্য ছিল।

কিন্তু নারায়ণগঞ্জ নির্বাচনে ব্যস্ত থাকায় আদালতে উপস্থিত হতে না পারায় বেগম খালেদা জিয়া তার আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন দাখিল করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দেন রোববার হাজির হতে হবে বেগম জিয়াকে।