বিমানবন্দরের আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, নির্বিঘ্নে দেশটিতে যেতে পারছেন...

বিমানবন্দরের আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, নির্বিঘ্নে দেশটিতে যেতে পারছেন প্রবাসী কর্মীরা

শেয়ার করুন

Dhaka airport

।। নিজস্ব প্রতিবেদক।।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছয়টি আরটি-পিসিআর ল্যাবেরই অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে বুধবার থেকে অনেকটাই নির্বিঘ্নে দেশটিতে যেতে পারছেন প্রবাসী কর্মী ও বিদেশগামী বাংলাদেশিরা।

এতোদিন বাংলাদেশের বিমানবন্দরগুলোতে এ সুবিধা না থাকার কারণে অনেক প্রবাসী দেশে আটকে পড়েন। এর মধ্য দিয়ে একদিকে যেমন প্রবাসীরা বিদেশে তাদের চাকরি নিয়ে উদ্বেগে ছিলেন, অন্যদিকে দেশ রেমিট্যান্সের সম্ভাবনা থেকে বঞ্চিত হয়। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের দ্রুত আরটি পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দেন।

এরপরেই ৭টি বেসরকারি প্রতিষ্ঠানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব বসাতে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।