খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজারে যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহরে থাকা গণমাধ্যমের গাড়িতে দুই দফা হামলা হয়েছে। এতে অন্তত, চার সংবাদকর্মীসহ ১০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সংবাদকর্মীদের গাড়ি।

খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর ফতেপুর এলাকায় পৌঁছলে প্রথম দফা হামলা হয়। বাংলাভিশন, চ্যানেল আই, একাত্তর, বৈশাখী ও ডিবিসি চ্যানেলের গাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। এতে অন্ততঃ চার সাংবাদিক আহত হন। পরে ফেনীর লালপুল এলাকায় আরেক দফা হামলা হয়। এ সময় বিএনপি’র কয়েকজন কর্মীও আহত হন।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হামলার পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেছেন। এর আগে সকালে, গুলশানের বাসা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। পাঁচ বছর পর চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন বিএনপি প্রধান।