সামরিক মহড়ায় নিজেই ক্ষেপণাস্ত্র চালালেন পুতিন

সামরিক মহড়ায় নিজেই ক্ষেপণাস্ত্র চালালেন পুতিন

শেয়ার করুন

TELEMMGLPICT000003954918_trans_NvBQzQNjv4Bqul3cbh_MppG0d2mmKYF7sVEOqK6dz3nMqXqhrQnQFPYবিশ্বসংবাদ ডেস্ক :

কৌশলগত পারমাণবিক সক্ষমতা পরীক্ষার অংশ হিসেবে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ওই সামরিক মহড়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেও অংশ নেন।

মহড়ায় ক্ষেপণাস্ত্র ছাড়াও রাশিয়ার কৌশলগত পারমাণবিক বোমা এবং সাবমেরিন নিয়েও কথা বলেন পুতিন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এটি রাশিয়ার নিয়মিত মহড়া। এর সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতির কোনও সম্পর্ক নেই।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় ক্রুজ মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। প্রশান্ত মহাসাগর ও আর্কটিক সাগরে থাকা রুশ পারমাণবিক সাবমেরিন থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়। পাশাপাশি কয়েকটি যুদ্ধবিমানেরও পরীক্ষা সম্পন্ন হয়। এসব ক্ষেপণাস্ত্রের দু’টি জাপানের উত্তরে অবস্থিত ওখোতস্ক সাগর থেকে এবং একটি উত্তর আর্কটিক সাগর থেকে নিক্ষেপ করা হয়।