কারও সন্তান যেন জঙ্গি বা আত্মঘাতী না হয়: প্রধানমন্ত্রী

কারও সন্তান যেন জঙ্গি বা আত্মঘাতী না হয়: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কারও সন্তান যেন জঙ্গি বা আত্মঘাতী না হয়, সেদিকে নজর রাখতে অবিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দেশে জঙ্গিবাদের স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, অনেক উন্নত দেশের তুলনায় জঙ্গিবাদ সমস্যা মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্তমূলক সাফল্য পেয়েছে। উচ্চবিত্ত পরিবারের মেধাবী সন্তানরা কেন জঙ্গিবাদে জড়াচ্ছে, তা নিয়ে আক্ষেপ করনে প্রধানমন্ত্রী।

প্রাকৃতিক দুর্যোগে গৃহহারা মানুষের আবাসনের ব্যবস্থা করতে ১৯৭২ সালে প্রথম গুচ্ছগ্রাম প্রকল্প চালু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।সেই ধারাবাহিকতায় নির্মিত হলো গুচ্ছগ্রামের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বুধবার ৭ জেলার ১০টি উপজেলায় ১১টি গুচ্ছগ্রাম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এতে উপকৃত হবে ৩৯০ পরিবার।পরে ঢাকা বিভাগের অন্তর্গত জেলার মানুষের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ-বিরোধী আরেক ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী।