যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হচ্ছেন কেতানজি

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হচ্ছেন কেতানজি

শেয়ার করুন

US judge

আন্তর্জাতিক ডেস্ক।।

২৩৩ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বৃহস্পতিবার সিনেটের অনুমোদন পেয়েছেন কেতানজি ব্রাউন জ্যাকসন। এ অনুমোদনের মধ্য দিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র।

এর মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী নিয়োগ পেতে যাচ্ছেন। খবর এএফপির।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত কেতানজি ব্রাউন জ্যাকসনের নিয়োগ চূড়ান্ত করতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটি হয়। ৫৩-৪৭ ভোটে কেতানজির নিয়োগ অনুমোদন করে সিনেট।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একে ‘দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন।

কেতানজি দায়িত্ব নিলে ৯ সদস্যবিশিষ্ট সুপ্রিম কোর্টে নারী বিচারপতির সংখ্যা দাঁড়াবে ৪ জনে।

অপর পাঁচ পুরুষ বিচারপতির মধ্যে চারজন শ্বেতাঙ্গ ও একজন কৃষ্ণাঙ্গ। বিচারপতিদের সবাই হার্ভার্ড কিংবা ইয়েল বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন।