মারিওপোলের উপকণ্ঠ দখল করেছে রুশ সেনারা- ইউক্রেন

মারিওপোলের উপকণ্ঠ দখল করেছে রুশ সেনারা- ইউক্রেন

শেয়ার করুন

Ukraine

আন্তর্জাতিক ডেস্ক।।

মারিওপোলের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের নিয়ন্ত্রণ রাশিয়ার সেনাদের হাতে চলে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

ফেসবুক পোস্টে হালনাগাদ তথ্যে ইউক্রেন সেনাবাহিনী জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিওপোল ও সেভেরোডোনেটস্কের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি রুশ সেনারা অগ্রাধিকার দিয়েছিল।

গত এক সপ্তাহ ধরে মারিওপোলের নিয়ন্ত্রণ রুশ সেনাদের কাছে রয়েছে। দখলে নেওয়ার পর শহরটি পানি, গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এ ছাড়া বার বার চেষ্টা করেও রুশ সেনাদের গোলা বর্ষণের কারণে মানবিক করিডোর দিয়ে শহরটির চার লাখ ৩০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরানোর কাজটি বিঘ্নিত হচ্ছে।

এ দিকে মারিওপোলের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে রুশ সেনাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, শনিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের ১৭ তম দিন চলছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা।

এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।