স্পন্সরের অভাবে ঢাকায় আসতে পারছে না আর্জেন্টিনা

স্পন্সরের অভাবে ঢাকায় আসতে পারছে না আর্জেন্টিনা

শেয়ার করুন

SPort

ক্রীড়া ডেস্ক।।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা গত বছর প্রথমবারের মতো আয়োজন করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এবারও ঢাকায় হতে যাচ্ছে আট জাতির বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি।

আগামী ১৬-২৫ মার্চ ঢাকায় অনুষ্টিত হবে এই টুর্নামেন্ট। গত বছর ফাইনালে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

এই প্রতিযোগিতায় খেলতে যে ১২ দেশকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন, তার মধ্যে ছিল আর্জেন্টিনা ও পোল্যান্ডও। কিন্তু এ দুই দেশের একটিকেও দেখা যাবে না টুর্নামেন্টে।

আর্জেন্টিনা আসছে না টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যয় বহনের জন্য স্পন্সর না পাওয়ায়। পোল্যান্ড আসছে না রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর কারণে।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জাতির পিতার নামে টুর্নামেন্টটি এবার আরও ভালোভাবে আয়োজনের সুযোগ ও তাড়না রয়েছে আমাদের মধ্যে। জমজমাটভাবে আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আট দল নিয়ে হবে এবারের টুর্নামেন্ট।’