নড়াইলে পলাশ হত্যা মামলায় ছাত্রলীগ সেক্রেটারিসহ আসামি ২২

নড়াইলে পলাশ হত্যা মামলায় ছাত্রলীগ সেক্রেটারিসহ আসামি ২২

শেয়ার করুন

Narail Thana

নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়া উপজেলা যুবলীগ কর্মী ও ফল ব্যবসায়ী পলাশ মাহামুদ(৩২) হত্যা ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগড়া থানায় মামলা হয়েছে। নিহতের মা পলি বেগম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতাসহ ২২ জনকে আসামি করা হয়েছে। পলাশ মাহামুদ লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে মামা বাড়িতে থাকতেন। পলাশের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায়।

২৫ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে লোহাগড়া বাজার থেকে মামা বাড়ি যাবার পথে গ্রামের রমজান আলী ইমরানের বাড়ির কাছে পৌছালে কতিপয় দুবৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে।

মামলার বিবরণে জানা যায়, মল্লিকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ও রাজনৈতিক বিরোধের কারণে পলাশকে হত্যা করা হয়েছে। মামলায় দোয়া মল্লিকপুর গ্রামের শাহীদুর রহমানকে প্রধান আসামি ও তার দুই ভাই শরিফুল ইসলাম ও মনিরুল ইসলাম,লোহাগড়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজিব মুসল্লী ও সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ অজ্ঞাতনামা আরো ৮/৯ জনকে আসামি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান,বৃহস্পতি সন্ধ্যা পর্যন্ত কেউ আটক হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারের চেণ্টা চলছে। #