নোয়াখালীর কাজিরহাট বাজারে আগুন, ১২টি দোকান পুড়ে ছাই

নোয়াখালীর কাজিরহাট বাজারে আগুন, ১২টি দোকান পুড়ে ছাই

শেয়ার করুন

Noakhali fire

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর বেগমগঞ্জে কাজিরহাট বাজারে আগুন লেগে১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে কাজিরহাট কলেজের ফটকের দক্ষিণ পাশের একটি দোকানে প্রথম আগুন জ্বলতে দেখা যায়।

এরপর মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে বাজারের বইয়ের দোকান, কসমেটিকস, কাপড়ের দোকান, টেইলার্সের দোকান, স্টেশনারি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে বেগমগঞ্জ চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা জানায়, বাজারের কোনো একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।

আগুনে তাঁর কাপড়ের দোকানের প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া অন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।