কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

শেয়ার করুন

Cox Rohingya

কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল, গুলিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুতুপালং-৬ নম্বর ক্যাম্পের সিআইসি কার্যালয়ের সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

গ্রেপ্তার দুজন হলেন—উখিয়ার কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে বাসিন্দা আজিজুল হক (৩৫) ও কুতুপালং-১ (ওয়েস্ট) ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ (২২)।

এপিবিএন বলছে, গ্রেপ্তার দুজন রোহিঙ্গা সন্ত্রাসী। তাঁরা দুজন আশ্রয়শিবির–কেন্দ্রিক সন্ত্রাসী বাহিনী সাব মিয়া দলের প্রধান আজিজুল হক ও অন্যজন একই দলের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ উল্লাহ।

তাঁরা দুজন রোহিঙ্গা শিবির-৬–এর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সহকারী ও রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসের আশপাশে নিজেদের আধিপত্য বিস্তারে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।

১৪-এপিবিএন অধিনায়ক নাঈমুল হক বলেন, গতকাল রাতে উখিয়ার কুতুপালং-৬ নম্বর ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের উখিয়া থানায় সোপর্দ করা হয়।