তলিয়ে গেছে লক্ষীপুরের উপকূলীয় এলাকা

তলিয়ে গেছে লক্ষীপুরের উপকূলীয় এলাকা

শেয়ার করুন

লক্ষীপুর লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর প্রতিনিধি:

অবিরাম বর্ষণ ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের উপকূলীয় কয়েকটি এলাকা।

পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৩০ হাজার মানুষ। এছাড়া, লক্ষ্মীপুর পৌরসভার কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। লক্ষ্মীপুরে শনিবার মধ্য রাত থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। এতে এসব এলাকায় জীবন যাত্রা প্রায় থামকে গেছে।

আমন ধান ও মাছের ঘের পানিতে ভেসে গেছে। রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় চলাচলে মারাত্মক অসুবিধায় পড়ছে এসব এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভায় পর্যাপ্ত পরিমান ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় রাস্তাঘাট।