গোপনে নিজেদের অপারেটিং সিস্টেম বানাচ্ছে হুয়াওয়ে!

গোপনে নিজেদের অপারেটিং সিস্টেম বানাচ্ছে হুয়াওয়ে!

শেয়ার করুন

Huawei

এটিএন টাইমস ডেস্ক:

চীনা স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে গোপনে নিজস্ব অপারেটিং সিস্টেম বানাচ্ছে। গুগলের জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের উপর থেকে নির্ভরশীলতা কমাতে এমন উদ্যোগ নিয়েছে তারা।

সংবাদ সংস্থা দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে হুয়াওয়ে।

ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়, হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির কাজটি এখন প্রাথমিক পর্যায়ে আছে। এটি তৈরিতে সহযোগিতা করছেন অ্যাপলের ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যাবিগালি ব্রডি। অ্যাবিগালি ব্রডি হুয়াওয়ের ইমোশন ইউআই অপারেটিং সিস্টেম পরিবর্তনের চেষ্টা করছেন।

হুয়াওয়ে ছাড়াও নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের। তাদের টাইজেন নামের অপারেটিং সিস্টেমটি জনপ্রিয়তা না পাওয়ায় এখনও অ্যান্ড্রয়েডের উপরই নির্ভরশীল তারা। এছাড়া মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে নকিয়ার স্মার্টফোনে।

আর অভিজাত স্মার্টফোন প্রস্তুতকারী অ্যাপল তাদের ফোনে ব্যবহার করছে আইওএস অপারেটিং সিস্টেম।