গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি চলছে

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি চলছে

শেয়ার করুন

গ্যাসের দাম বাড়াতে সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর দ্বিতীয় দিনের গণশুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক:

গ্যাসের দাম বাড়াতে সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর দ্বিতীয় দিনের গণশুনানি চলছে। সোমবার সকাল ১১টায় রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে শুরু হয়েছে এই গণশুনানি।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে আগামী ১৮ আগস্ট পর্যন্ত এ শুনানি চলবে। তবে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের বিপরীতে আপত্তি-উদ্বেগ জানিয়ে আসছেন ব্যবসায়ী সংগঠন ও নাগরিক প্রতিনিধিরা।

রোববার প্রথম দিনের গণশুনানিতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ২১ পয়সা বাড়িয়ে ৩৬ পয়সা করার প্রস্তাব করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। এরপরই বিভিন্ন পক্ষের প্রতিবাদ ও জেরার মুখে পড়েন কর্মকর্তারা। জিটিসিএল কর্মীদের বর্ধিত বেতন ও আনুষাঙ্গিক খরচ মেটাতে, বিকল্প ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন আলোচকরা।