ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলাকারী আত্মঘাতী হয়ে নিহত, আহত ৪

ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলাকারী আত্মঘাতী হয়ে নিহত, আহত ৪

শেয়ার করুন

USA

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হামলাকারী নিজের মাথায় গুলি চালিয়ে নিহত হয়েছেন। ওই বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চারজন আহত হন। পরে নিজেও আত্মঘাতী হন ওই ব্যক্তি।

একটি স্কুলের সামনে স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে।

হামলার খবরে দ্রুত হাজির হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ঘিরে ফেলে পুরো এলাকা। লকডাউন করা হয় ইউনিভার্সিটি অব ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আশপাশ এলাকা। হামলাকারীর সন্ধানে বাড়ি বাড়ি চালানো হয় তল্লাশি। বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত জারি ছিল সতর্কতাও।

ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে একজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম রেমন্ড স্পেনসার।

তার বয়স ২৩ বছর।প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী- ঘটনার তল্লাশি শুরু করে পুলিশ। এরপর পাশের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে হামলাকারীর অবস্থান শনাক্ত করেন তারা।

পুলিশের দাবি- সেখানেই ওই হামলাকারী আত্মঘাতী হন। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ রাইফেল উদ্ধার করে, যেটি স্নাইপার টাইপ সেটআপ করা ছিল।