অর্থ আত্মসাতের দায়ে কারাগারে চেয়ারম্যান

অর্থ আত্মসাতের দায়ে কারাগারে চেয়ারম্যান

শেয়ার করুন

chairman

চট্টগ্রাম প্রতিনিধি।।

ভুয়া শ্রমিক দেখিয়ে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জানে আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভুঁইয়া শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী জানান, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৬ জানুয়ারি জানে আলমসহ পাঁচজনের বিরুদ্ধে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলা করেন কার্যালয়টির সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন- ফটিকছড়ির কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মুহাম্মদ আজিজুল হক, একই ব্যাংকের সাবেক কর্মকর্তা সুজিত কুমার নাথ, ক্যাশিয়ার আবুল কাশেম ও তৎকালীন ট্যাগ অফিসার প্রণবেশ মহাজন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মোট ৮০ দিনের কর্মসৃজন প্রকল্পের দৈনিক ২০০ টাকা মজুরি হারে ৪১ জন শ্রমিকের ছয় লাখ ৫৬ হাজার টাকা আত্মসাৎ করা হয়। ক্ষমতার অপব্যবহার করে ভুয়া শ্রমিক দেখিয়ে আত্মসাৎ করা হয় এই টাকা।

তখন যাদের শ্রমিক বলা হয়েছে, তারা কেউ শ্রমিক নয়, সবাই স্বাবলম্বী।