যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের দাবি পবার

যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের দাবি পবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

একই পরিবারে একাধিক গাড়ির রেজিস্ট্রেশন ফি বাড়ানোসহ যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন- পবা।

শনিবার রাজধানীতে পবার কার্যালয়ে, যাতায়াতে হাজার কোটি টাকার প্রকল্প, মানুষের দুর্ভোগ ও সরকারের ভূমিকা নিয়ে এক গোলটেবিল আলোচনায় এসব দাবি জানান তারা। সংগঠকরা। এ সময় আলোচকরা অভিযোগ করেন, সরকার বড় বাজেটে রাজধানীতে ফ্লাইওভার নির্মাণ করলেও জানযটের ভোগান্তি কমেনি। সেক্ষত্রে নগরের পরিবহন ব্যবস্থার জন্য সমন্বিত নীতিমালা প্রনয়নের দাবি জানান তারা।

সড়কপথের নির্ভরতা কমিয়ে নৌ-ব্যবস্থা উন্নত করার পাশাপাশি নারায়ণগঞ্জ, জয়দেবপুরের মতো ঘনবসতি এলাকায় রেল যোগাযোগ সহজ ও উন্নত করার দাবি জানান পরিবেশবিদরা।