বর্জ্য পানির সঠিক ব্যবস্থাপনা হতে পারে পানি সংকটের সমাধান!

বর্জ্য পানির সঠিক ব্যবস্থাপনা হতে পারে পানি সংকটের সমাধান!

শেয়ার করুন

imagesনিজস্ব প্রতিবেদক :

সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশুদ্ধ এবং সুপেয় পানির অভাব দিনদিন প্রকট হচ্ছে। বর্জ্য পানির সঠিক ব্যবস্থাপনা হতে পারে এই সংকটের একটা সমাধান।

২ কোটি মানুষের আবাস রাজধানীর জন্য দৈনিক ২২০ থেকে ২৩০ কোটি লিটার পানি সরবরাহ করতে হয় ঢাকা ওয়াসাকে। এই বিপুল চাহিদা পূরণে ওয়াসা ভূ-গর্ভস্থ পানি তুলে আনার পাশাপাশি, শোধনের পর বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার পানিও সরবরাহ করে।

কিন্তু ওয়াসা’র এ পানি আদতে কতটা বিশুদ্ধ হয়, তা নিয়েও রয়েছে সন্দেহ। ওই পানি ব্যবহারের পর, সঠিক ব্যবস্থাপনার অভাবে আবারো ফিরে আসে সেই নদী বা খালেই, যা এই দূষণকে আরও বাড়িয়ে তোলে। ফলে শোধন প্রক্রিয়া খুব একটা কার্যকর হয় না।

ব্যবহৃত পানির সঠিক ব্যবস্থাপনাই হতে পারে এ রকম দূষণ রোধের অন্যতম উপায়। বিশেষজ্ঞরা বলেন, পানিতে থাকা দূষণকারী পদার্থগুলো বের করে এমনকি কৃষি বা শিল্পেও ব্যবহার করা যেতে পারে।

এবারের পানি দিবসে তাই বর্জ্য পানির ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে একদিকে যেমন ভূ-গর্ভস্থ পানির উপর চাপ কমবে, তেমনি বারবার দূষণের হাত থেকে রক্ষা পাবে ভূ-পৃষ্ঠে পানির উৎসগুলোও।