প্রথমবারের মত লবণাক্ত সহিষ্ণু বারি-৭২ জাতের আলুর বাম্পার ফলন

প্রথমবারের মত লবণাক্ত সহিষ্ণু বারি-৭২ জাতের আলুর বাম্পার ফলন

শেয়ার করুন

17021856_1294374253974578_8931232877620907572_nসাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরায় লবণাক্ত জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত লবণাক্ত সহিষ্ণু বারি আলু-৭২ জাতের বীজ কৃষক পর্যায় প্রথম বারের মতো পরীক্ষামূলক রোপণ করে বাম্পার ফলন হয়েছে। হেক্টরপ্রতি প্রায় ৪০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। যা সাধারণ জাতের আলুর চেয়ে (সাধারণ জাতের আলুর বীজ রোপণ করে ১৫ থেকে ২০ মেট্রিক টন আলু উৎপাদন হয়ে থাকে) প্রায় দ্বিগুণ ফলন পাওয়া গেছে। আলু রোপণের পর ৯০ দিনের মধ্যে বারি আলু-৭২ জমি থেকে উঠানো যায়।

16939285_1294374290641241_5749873690341058661_nবারি’র আলু গবেষকরা জানান, বারির নতুন উদ্ভাবিত লবণাক্ত সহিষ্ণু বারি আলু-৭২ উচ্চ ফলনশীল ও লবণাক্ত সহিষ্ণু । ১০ থেকে ১২ ডি.এস পার মিটার লবণাক্ত জমিতে এই আলু চাষ করা সম্ভব। তারা বলেন, এ বছর সারা বাংলাদেশে ৮০ জন কৃষকের মাঝে এ জাতের বীজ সরবরাহ করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ২০ জন কৃষককে দেওয়া হয়েছে এই বীজ। সব জমিতেই বাম্পার ফলন হয়েছে। এই জাতের আলু দেখতে লালচে ও খেতে খুবই সু-সাধু। ফলে বাজারে এর চাহিদা অন্য আলুর চেয়ে অনেক বেশি।
17103786_1294374533974550_257287295085932594_nশুক্রবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় মাঠে বারি আলু-৭২ জাতের উপযোগিতা যাচাই ও কৃষক পর্যায় সম্প্রসারণের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারন বিভাগ যৌথভাবে এই মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে কৃষকদের উদ্দেশ্যে পরামর্শমূলক  বক্তব্য রাখেন বারি কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুণ্ডু।

16939357_1294374143974589_5464488520693085291_nবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আর এ আর এস যশোর এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো: বাবুল আনোয়ার, আলু গবেষক সাজ্জাদুল ইসলাম,  সহকারি বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, সহকারি বৈজ্ঞানিক এস এম মতিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনেপোতা কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আলি আহমদ ফকির।