তবে কি হারিয়ে গেল শীত!

তবে কি হারিয়ে গেল শীত!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বাংলাদেশের মানুষ এবার দেখছে উষ্ণ শীতকাল। পৌষের মাঝামাঝিতে তীব্র শীতে যখন কাবু থাকার কথা, তখন অনেকেই হালকা পোশাকে ঘুরে বেড়াচ্ছেন অবলীলায়।

রাজধানীর রৌদ্রোকরোজ্জল দুপুর তো রীতিমতো গ্রীষ্মের অনুভূতি দেয়। কিন্তু কারণটা কী? শীতকাল কি তবে হারিয়ে যাচ্ছে ঋতুবৈচিত্র্যের এ দেশ থেকে? কৃষিপ্রধান এ দেশের ফলনে আবহাওয়ার এ বৈপরীত্য বয়ে আনবে না তো বড় কোন ক্ষতি? শীত নেই বলে এমন আক্ষেপ ঢাকার অন্য বাসিন্দাদেরও।

উত্তরাঞ্চলে ঘন কুয়াশা ও শীতের আমেজ থাকলেও মধ্যাঞ্চলে নামেনি লেপ আর ভারি কম্বলের শীত। অন্য বছরগুলোতে এমন সময় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। এবারও আবহাওয়া অফিস তেমন আভাস দিয়েছিল, কিন্তু সত্য হয়নি।