চিলিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

চিলিতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

চিলির উপকূলীয় বন্দর ভালপারাইসো শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।

সোমবার সন্ধ্যায় আগুন লাগে। এ পর্যন্ত ৪০০ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ছড়িয়ে পড়া ধোঁয়ায় ১৯ জন শ্বাসকষ্টে ভুগছেন।

ওই অঞ্চলের প্রায় ৪৭ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি দল কাজ করছে। তারা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আগুন লাগার কারণ অনুসন্ধান করছে।

সরকার বলছে, জেলেদের একটি ক্লাব থেকে আগুনের সূত্রপাত। ২০১৪ সালে ভালপারাইসোয় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনের মৃত্যু ও ২ হাজার ঘর-বাড়ি পুড়ে যায়। এরপর থেকে শহরটির উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনার বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।