ঢাকায় জলবায়ু পরিবর্তন বিষয়ক এবিইউ’র ৩য় সম্মেলন শুরু

ঢাকায় জলবায়ু পরিবর্তন বিষয়ক এবিইউ’র ৩য় সম্মেলন শুরু

শেয়ার করুন

Captureনিজস্ব প্রতিবেদক :

জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি কমানো বিষয়ে ঢাকায় শুরু হয়েছে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন এবিইউ’র ৩য় সম্মেলন।

বুধবার রাজধানীর একটি হোটেলে ৩ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের দায় বাংলাদেশের সবচেয়ে কম হলেও এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হতে হচ্ছে বাংলাদেশকেই। তবে এর মধ্যেই নিজস্ব অর্থায়নে বালাদেশ জলবায়ু পবির্তনের ঝুঁকি মোকাবেলায় কিছুু উদ্যোগও নিয়েছে।18402824_1311635272285955_9175329011787168118_nএকই অনুষ্ঠানে জলবায়ু ঝুঁকি, এ বিষয়ে জনগণকে তথ্য জানানো এবং করণীর সম্পর্কে গণমাধ্যম গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছে বলেও জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, সরকারি বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থার দুইশোরও বেশি প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন। ১২ মে ঢাকা ঘোষনার মধ্যে দিয়ে শেষ হবে এই সম্মেলন।