টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শেয়ার করুন

DSC_2716
টাঙ্গাইল প্রতিনিধি :

“আমি প্রকৃতির, প্রকৃতি আমার” স্লোগানে টাঙ্গাইলে আজ সোমবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খান মোঃ নুরুল করিম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মাসুদ রানা, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আমিরুল ইসলাম খান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও সনদ পত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে বিশ^ পরিবেশ দিবস পালন করা হয়েছে। বেলা ১১ টায় এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান মোŦ শিমুল শেখ।

এ সময় লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. এ. এস. এম. সাইফুল্লাহ্, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, ইএসআরএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর মোঃ মোজ্জাম্মেল হকসহ বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।