আগামী বছর ডিসেম্বর পর্যন্ত রামপালের কাজ চালাতে পারবে সরকার

আগামী বছর ডিসেম্বর পর্যন্ত রামপালের কাজ চালাতে পারবে সরকার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

২০১৮ সালের ডিসেম্বর নাগাদ সুন্দরবনের স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল এসেসমেন্ট রিপোর্ট জমা ও মূল্যায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাজ এগিয়ে নিতে পারবে বলে দাবি করেছেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী।

ইউনেস্কোর ৪১ তম সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে রোববার বিদ্যুৎ ভবনে সংবাদ সম্মেলনে তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ঝুকিঁপূর্ণ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সুন্দরবনকে বিবেচনা করছে না ইউনেস্কো। একই সঙ্গে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের আগে বেশ কিছু শর্তপূরণের কথাও বলেছে ইউনেস্কো।

তবে এবারের সভার প্রস্তাবে থাকা রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উপর নিষেধাজ্ঞার বিষয়টিও প্রাক আলোচনাতেই বাতিল করে দেয়ায় আপাতত প্রথম পর্যায়ে ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট নির্মাণে কোনো বাধা থাকছে না বলে দাবি করেন তৌফিক ই ইলাহি চৌধুরী।