কাতার সংকট নিরসনে আলোচনায় বসার আহবান ব্রিটেনের

কাতার সংকট নিরসনে আলোচনায় বসার আহবান ব্রিটেনের

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

কাতারের সঙ্গে সৌদি জোটের সংকট নিরসনে আলোচনায় উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এজন্য কুয়েত মধ্যস্থতা করতে পারে। এছাড়া আলোচনায় সহযোগিতা করতে ব্রিটেন প্রস্তুত বলে আশ্বাস দিয়েছেন বরিস জনসন।

শনিবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এর আগে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দেখা করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তাকে আশ্বস্ত করে জনসন জানান, এই সংকটের দ্রুত সমাধান চান তারা। তবে একরাতে সম্ভব নয়। এজন্য উভয়পক্ষকেই আলোচনার উদ্যোগ নিতে হবে।

এদিকে, উপসাগরীয় এই সমস্যার সমাধানে কথা বলতে সোমবার কুয়েত সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের। সম্প্রতি, কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ তুলে সম্পর্কচ্ছেদ করে সৌদি আরবসহ ৮টি দেশ। সম্পর্ক পুনরুদ্ধারে শর্ত দিলেও তা মেনে নেয়নি কাতার।