৪ কোটি শিক্ষার্থী উচ্চ শিক্ষিত হলেই দেশ সম্পদে ভরপুর হবে

৪ কোটি শিক্ষার্থী উচ্চ শিক্ষিত হলেই দেশ সম্পদে ভরপুর হবে

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

দেশের ৪ কোটি শিক্ষার্থী উচ্চশিক্ষিত হলেই দেশ সম্পদে সমৃদ্ধ হয়ে উঠবে হবে। বললেন, শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক ড. জাফর ইকবাল। দুপুরে সুনামগঞ্জের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় তিনি এ আশার কথা জানান।

এ সময় ড. জাফর ইকবাল বলেন, জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ। সুতরাং যত বেশি লেখাপড়া করবে, তত বেশি সম্পদ বাড়বে। বাংলাদেশের সম্পদ বাড়াতে শিক্ষার্থীদের পড়াশুনায় আরও মনযোগী হতে পরামর্শ দেন তিনি।

বলেন, দেশের কিছু সমস্যা নিয়ে কেউ কেউ হতাশ হলেও, তিনি আশাবাদি। মেলায়, ৩১টি স্টলে বিজ্ঞানবিষয়ক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।