র‍্যাম্প মডেল থেকে জেএমবির কমান্ডার!

র‍্যাম্প মডেল থেকে জেএমবির কমান্ডার!

শেয়ার করুন

ramp mpodel mehediডেস্ক রিপোর্ট:

এক সময়ের র‍্যাম্প মডেল থেকে পরে জেএমবির কমান্ডার হওয়া ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলকে গ্রেফতার করেছে র‍্যাব। মেহেদী হাসান ‘সারোয়ার-তামিম’ গ্রুপের সামরিক শাখা আদ-দার-ই-কুতনীর কমান্ডার ছিল।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ কথা জানান। বুধবার রাতে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে আবু জিব্রিলকে গ্রেফতার এবং তার কাছ থেকে ২টি ল্যাপটপ, মোবাইল ও পাসপোর্টসহ বেশ কিছু জিনিস জব্দ করা হয়।

র‍্যাব জানায়, ২০১৫ সাল থেকে সারোয়ার-তামিম গ্রুপের সঙ্গে কাজ করছিল মেহেদী হাসান। দারুল ইহসান ইউনিভার্সিটির সাবেক এ ছাত্রের বাড়ি পটুয়াখালী। জেএমবিতে যোগ দেয়ার আগে কিছুদিন র‍্যাম্প মডেলিং করেছে সে।

তথ্যপ্রযুক্তিতে দক্ষ হিসেবে ঊর্ধ্বতন জঙ্গি নেতাদের সঙ্গে যোগাযোগ এবং অনলাইনে সাংগঠনিক কাজ পরিচালনা করতো সে। তার সঙ্গে হলি আর্টিজান ও কল্যাণপুর আস্তানার জঙ্গিদের যোগাযোগ ছিল।